রাজশাহীর পদ্মায় চলছে প্রতিমা বিসর্জন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে।
আজ শুক্রবার বেলা ১২টা ১৫ মিনিট থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়।

মহানগরীর মুন্নজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। বিসর্জনকে কেন্দ্র করে স্থানীয় প্রশানের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, বিসর্জনের স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া মহানগরীর পদ্মা নদীর তীরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দুর্ঘটনা এড়াতে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিটও পদ্মায় অবস্থান করছে।

এবার, রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ৫শ’ ৩১টি পূজামন্ডপে। এর মধ্যে মহানগরীতে ৭৫টি ও জেলায় ৪৫৬টি মন্ডপে পূজা উদ্যাপন করা হয়।