রাজশাহীর মন্ডপে মন্ডপে সিঁদুর উৎসবের পর প্রতিমা বিসর্জন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

রাজশাহী মহানগরীর বিভিন্ন মন্ডপগুলোতে দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন শেষে তাঁরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। শুভ বিজয়া দশমী তিথিতে দেবী দুর্গাকে বিদায় জানানোর ও সিঁদুর উৎসবের মধ্য দিয়ে আজ সোমবার শেষ হলো বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
আজ দুপুরের পর থেকে রাজশাহী মহানগরীর পদ্মা মঞ্চ’র পাশে পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।
সরকারি নিয়ম মেনে সুষ্ট ভাবে পতিমা বিসর্জন হচ্ছে বলে জানান রাজশাহী মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সরৎচন্দ্র সরকার।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে, হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদ শ্যামল কুমার ঘোষ জানান সুন্দর ভাবে পতিমা বিসর্জন হচ্ছে।
এবার, রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছিল ৪শ’ ০২টি পূজামন্ডপে। এর মধ্যে জেলায় ৩৩৩টি ও মহানগরীতে ৬৯টি মন্ডপ। গত ৫দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে আজ।