রাজশাহীর হাসপাতালে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ৭ জন ও উপসর্গ নিয়ে ৮ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ৮ জন ও নাটোরের ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৯৭ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল ১৬৮৮ টি করোনার নমুনা পরীক্ষা করে ৩৩৯ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ২০.০৮ ভাগ। এর আগে গত পরশু দিন ছিল ২১.২১ ভাগ।