রাজশাহীর হাসপাতালে এক রাতে করোনায় আক্রান্ত ও উপসর্গে ছয় জনের মৃত্যু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ও বাকি ৫ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

আজ রবিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ই মে শনিবার রাতে হাসপাতালের ২৯ নম্বর ওয়র্ডে ৩ জন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ও আইসিইউতে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০১ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৩৭ জন ও উপসর্গ নিয়ে ৬৩ জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।