রাজশাহীর ৬টি সংসদীয় আসনের বৈধ প্রার্থী ৪০, প্রত্যাহার ৪

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো আজ। আজ রোববার বিকেল ৪টার মধ্যে রাজশাহীর বৈধ প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, এবার রাজশাহীর ৬ টি আসনে ৬০ জনের মনোনয়নপত্র জমা পড়েছিলো। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৮ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছিল। আর বাতিল হয়েছিলো মোট ২২ প্রাথীর মনোনয়নপত্র। পরবর্তীতে আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে পেয়েছেন মোট ৬ জন প্রার্থী। এ নিয়ে বৈধ মনোনয়ন এর সংখা দাঁড়িয়েছে মোট ৪৪ জন প্রার্থী। আজ বিকাল ৪টার মধ্যে আরো ৪ জন প্রার্থী প্রত্যাহার করেন। বর্তমানে রাজশাহী জেলায় ৬টি আসনের মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪০ জন। মনোনয়ন পত্র প্রত্যাহার কৃতরা হলেন, রাজশাহী-৫ আসন দুর্গাপুর-পুঠিয়ার স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. মনসুর রহমান, রাজশাহী-৩ আসন পবা-মোহনপুরের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিন, জাকের পার্টির রাজশাহী-৫ আসনের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম, রাজশাহী-৬ আসনের মনোনীত প্রার্থী রিপন আলী। আগামিকাল রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন। তখন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন।