রাজশাহী জেলা পুলিশের অভিযানে অবৈধ মজুদ রাখা প্রায় ২৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের  প্রতিবেদনে

 

রাজশাহীর বাগমারা থানাধীন তাহেরপুরে বাগমারা থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ২৬ হাজার ৭ শত ২৪ লিটার ভোজ্যতেল জব্দসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে ভোজ্যতেল মজুদকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, তাহেরপুর পৌরসভার বাজারপাড়া এলাকার আলহাজ্ব ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম স্বপন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগমারা থানা পুলিশ যৌথ অভিযানে বাগমারা থানার তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাজারপাড়া গোডাউন মোড়ের একটি গোডাউন হতে ১০০টি ব্যারেলে মোট ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করে।
এসময় গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাহেরপুরের তেলিপাড়া এলাকায় তার আপন ভাই রফিকুল ইসলামের গোডাউন হতে আরও ৩১টি ব্যারেলে ৬ হাজার ৩ শত ২৪ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।
মোট জব্দকৃত ভোজ্য তেলের পরিমান ২৬ হাজার ৭ শত ২৪ লিটার। এর মধ্যে সয়াবিন তেল ১৯ হাজার ২ শত ২৪ লিটার ও সরিষার তেল ৭ হাজার ৫ শত লিটার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর বাগমারা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।