রাজশাহী বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং এর উদ্বোধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী কলেজ মিলনায়তনে দুই দিনব্যাপী ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
আয়োজিত বিভাগীয় ইনোভেশন শোকেসিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।
এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন আইসিটি) এএনএম মঈনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ মোহাঃ আব্দুল খালেক।
মুখ্য আলোচক হিসেবে ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মালেক সরকার, আলোচক রাজশাহী কলেজ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক সুশান্ত রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মানুষ যেহেতু তার স্বপ্নের সমান বড়, তাই স্বপ্ন দেখলে বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রত্যেকটা দপ্তরকে মানুষের সেবা প্রদানের নতুন স্বপ্ন দেখতে হবে। পলিটিক্যাল সাপোর্ট ছাড়া প্রশাসনিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ইনোভেশন শোকেসিং-এ সম্পৃক্ত করার তাগিদ দেন।