রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকাকে হেনস্তা: বহিষ্কারের পর শিক্ষার্থী গ্রেফতার

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন বিভাগের শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থী আশিক উল্লাহকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আশিক উল্লাহ আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশিককে মতিহার পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকতা আনোয়ার আলী তুহিন জানান, গ্রেফতারের পর অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক বেগম আসমা সিদ্দিকার করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজহারে অধ্যাপক আসমা সিদ্দিকা বলেন, আশিক উল্লাহ নিজ ফেসবুক পেইজ ও সামাজিকযোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা, মানহানিকর ও অশালীন উক্তি ও বক্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকেসহ আইন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দকে সামাজিক ও একাডেমিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। এমনকি মুঠোফোনেও বিভিন্নভাবে হয়রানিও হুমকি প্রদান করায় নিজের নিরাপত্তা চেয়ে এ মামলা করেন।