রাজশাহী বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৯৭.২৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এবার পাশের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ২৯ ভাগ।

আর জিপিএ ৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ জন। এর মধ্যে ১৪ হাজার ৪০০ জন ছাত্র, আর ১৮ হাজার ৪০০ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

আজ রোববার দুপুর ১২টায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ ফল ঘোষণা করা হয়। এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন।

এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ। এর মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৫৯৪ জন।

যা অকৃতকার্য পরীক্ষার্থী সংখ্যা ২ দশমিক ৪৪ ভাগ। আর রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ৮ জেলার ৭৬১ টি কলেজ থেকে এ সকল শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশ নেয়।

মোট ২০০ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভালো ফলাফল করায় উৎসাহ প্রকাশ করেন শিক্ষার্থীরা।