রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী এবার ২ লাখ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ২৪৫ জন শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান , ‘এবার মোট শিক্ষার্থী ২ লাখ ২৪৫ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮ জন, ছাত্রী ৯৭ হাজার ১৮৭ জন। পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত। গত বছর পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫ হাজার ৮০২। এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৫৫৭ জন।

রাজশাহী বিভাগের আট জেলায় ২ হাজার ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। মোট ২৬৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী জেলার ৫২টি কেন্দ্রে ৫০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ হাজার ১৯৮ শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় এর আশপাশে পুলিশ দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।