রাজশাহী মহানগরীতে অক্সিজেন সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসের কারণে অক্সিজেন সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের সামনে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক রাকসু ভিপি রাগীব হাসান মুন্না, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবু ও রফিকুল ইসলাম সেন্টুসহ ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, রাজশাহীর বিভিন্ন জায়গা আমরা দেখেছি অক্সিজেনের যে নির্ধারিত দাম রয়েছে তার চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে জনগণের কাছে থেকে। অমরা লড়াই করছি সকল সিন্ডিকেটের বিরুদ্ধে। অক্সিজেন সিলিন্ডারের অস্বাভাবিক দাম জনগণ দিবে না।

এছাড়াও শুধুমাত্র নিজ কোম্পানির নয় সকল কোম্পানির সিলিন্ডার রিফিল করতে হবে এবং ২৪ ঘন্টা রিফিলের ব্যবস্থা করতে হবে।