রাজশাহী মহানগরীতে উগ্রবাদ ও মাদক প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

রাজশাহী মহানগরীতে উগ্রবাদ ও মাদক প্রতিরোধে যুব সমাজের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে মহানগর পুলিশ ও মানব কল্যাণ পরিষদের আয়োজনে দি এশিয়া ফাউন্ডেশনের সহয়োগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এসময় পুলিশ কমিশনার বলেন, তরুণ সমাজের বহু মেধাবী ও সম্ভাবনাময় প্রতিভা মাদকের নেশার কবলে পড়ে নৈতিকতা বিসর্জন দিয়ে সামাজিক অবক্ষয়ের পথ বেছে নিয়েছে। শিক্ষা অর্জন করলেই হবেনা, তার আগে ভালো মানুষ হতে হবে।

মনে রাখতে হবে একটা মাদকাশক্ত সন্তান শুধু পরিবারের নয়; রাষ্ট্রের বোঝা হয়ে দাড়ায়। এরা চাঁদাবাজি করে, সমাজে সবসময় বিশৃংলা সৃষ্টি করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বই পড়া ও সাংস্কৃতিক চর্চা করাতে হবে। দেশকে এগিয়ে নেয়ার প্রবল ইচ্ছা থাকতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, দি এশিয়া ফাউনডেশনের প্রোগ্রামার ডিরেক্টর সাদাত সদরুদ্দিন শিবলিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্কুল-কলেজের ৫ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।