রাজশাহী মহানগরীতে তৃতীয় দিন কঠোর অবস্থায় চলছে লকডাউন; গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে তৃতীয় দিন কঠোর অবস্থায় চলছে লকডাউন।

আজ রোববার সকাল থেকে মহানগরীর রাস্তাগুলো একেবারেই ফাঁকা রয়েছে। লকডাউনকে ঘিরে সড়কে ছিলো না তেমন যানবাহন। রাস্তায় খুব কম সংখ্যক রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে।

মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। চেকপোস্টগুলোতে যানবাহন থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে যথাযথ কারণ না থাকলে আইনগত ব্যবস্থাগ্রহণ করছে প্রশাসন। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।

এছাড়া মহানগরীতে চারটি ভ্রাম্যমাণ আদালত কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য কাজ করছে।