রাজশাহী মহানগরীতে ৫-১১ বছর বয়সী সকল শিশুদের করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সারাদেশের সকল সিটি কর্পোরেশনের ন্যায় রাজশাহী সিটি কর্পোরেশন উদ্যোগে মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১১ বছর বয়সী সকল শিশুদের করোনার টিকা প্রদান করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। মহানগরীর সকল প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ধর্মীয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লায় সকল ইপিআই টিকাদান কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম দিন মহানগরীর ৫-১১ বছর বয়সী ৯ হাজার ১৩৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

১ম ডোজের ৮ সপ্তাহ বা ৫৬ দিনের ব্যবধানে ২য় ডোজ প্রয়োগ করা হবে। মহানগরীর ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর মধ্যে এ টিকাদান কার্যক্রম আগামী ১৪ দিনব্যাপী পরিচালিত হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সুরক্ষা এ্যাপসের মাধ্যমে চলমান নিবন্ধিতদের টিকা প্রদান করা হচ্ছে।