রাজশাহী মৃদ তাপদাহ ॥ আজ সর্বোচ্চ ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে আগুনমুখোর তাপদাহে ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজশাহী অঞ্চলের উপর দিয়ে গত কয়েকদিন থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারি আবহাওয়াবীদ মো: ইমাম উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে গতকাল দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে যা ১.১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

এছাড়া গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা মৃদ তাপদাহ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ বিকাল ৬টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে।

এদিকে প্রচন্ড গরমের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা বাড়ছে। বর্তমানে হাসপাতালে ডায়রিয়ার সর্বমোট ৮৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শিশু বিভাগে ৩০ জন এবং মেডিসিন বিভাগে ৫৭ জন রোগী রয়েছেন।