রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগদান

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগদান করেছেন। আজ শুক্রবার সকাল থেকে তারা পুরোদমে হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ইন্টার্ন চিকিৎসকরা গতকাল বিকাল থেকেই চিকিৎসা সেবা প্রদান করছিলো। তবে আজ সকাল থেকে পুরোদমে তারা হাসপাতালে কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, গত বুধবার রাত আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। এরপর দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান রাবির শিক্ষার্থীরা। এক পর্যায়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন ইন্টার্ন চিকিৎসকেরা।