রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষ নিধন ও পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

“প্রান-প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষার সংগ্রামকে জোরদার করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মেডিকেলের বৃক্ষ নিধন ও পাখি হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র-শিক্ষক ও শিল্পী-সাহিত্যিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কন্ঠস্বরের সভাপতি নাদিম সিনার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বিশিষ্ঠ্য ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা আলী আসলান অপু।
এছাড়াও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে, ডাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বাসদ রাজশাহী জেলার সমন্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস রাজশাহী জেলার সমন্বায়ক আব্দুর রহিম, সাংস্কৃতিক কর্মী আবু তালেব মোল্লা ও নূরই হাফিজা খানম উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, হাসপাতালের দুটি অর্জুন গাছ কেটে ফেলায় ওই গাছে থাকা শতাধিক শামুকখোল পাখির বাচ্চা মারা যায়। মূলত এই পাখিরা মানুষের সহানুভূতি পেতে তাদের নাগালের মধ্যেই বাসা বাঁধে। প্রকৃতি সুস্থ না থাকলে মানুষ বাঁচতে পারবে না। এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি করে বক্তারা আরও বলেন, পরিবেশের ক্ষতি করে এই ক্রংক্রিটের উন্নয়ন আমরা চাইনা।