রাজশাহী হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল আরো ১৯ প্রাণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

 

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রন্তে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন মৃত্যু বরণ করেন। এদের মধ্যে আক্রান্ত ৮ জন, উপসর্গ নিয়ে ১০ জন ও নেগেটিভ হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ২ জন, নাটোর ৩ জন, নওগাঁর ৩ জন, পাবনার ৩ জন, সিরাজগঞ্জ ১ জন ও বগুড়ার ১ জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫০৪ জন রোগী ভর্তি রয়েছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ৪৫৪টি।

রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ১৫৭৭ টি করোনার নমুনা পরীক্ষা করে ২৯৯ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ১৮.৯৬ ভাগ। এর আগে গত পরশু ছিল ১৭.৭৪ ভাগ। একদিনের ব্যবধানে সনাক্ত বেড়েছে শতকরা ১.২২ ভাগ।