রুয়েটের ইমার্জেন্সি ভেন্টিলেটর এর মাধ্যমে ভেন্টিলেটর সংকট সমাধান: উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম সেখ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকে:

দেশে ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানের লক্ষ্যে ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সি ভেন্টিলেটর’ নামে ভেন্টিলেটর তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) একদল শিক্ষার্থী। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মাসুদ রানার তত্ত্বাবধানে দুই মাসের বেশি সময় পরিশ্রম করে ‘দুর্বার কান্ডারী’ নামে একটি টিম ইমার্জেন্সি ভেন্টিলেটর তৈরি করতে সক্ষম হয়েছে। টিমের সদস্যরা হলেন- রুয়েটের ইইই বিভাগের মো. রাফিউল ইসলাম, মো. মাহমুদুল হাসান, এমটিই বিভাগের ওয়াসিফ আহমেদ, এমই বিভাগের রাফি রহমান, মো. রফি উদ্দিন (এমই’১৫) ও সিএসই বিভাগের মো. মাশরুর সাকিব।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম সেখ বলেন, দুর্বার কান্ডারী ইমার্জেন্সি ভেন্টিলেটর এর মাধ্যমে বাংলাদেশের ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধান হবে-এটাই আমাদের প্রত্যাশা। রুয়েটের শিক্ষার্থীবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে একত্র হয়ে এই ভেন্টিলেটর তৈরির কাজ সম্পন্ন করেছেন এবং এটি আরোও উন্নত করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।