রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গাম্বিয়ার ৫০০ পৃষ্ঠার নথি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

 

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় ৫০০ পৃষ্ঠার নথিপত্রের সাথে আরও পাঁচ হাজার পৃষ্ঠার সহায়ক নথিপত্রও জমা দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। । মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস এ তথ্য জানিয়েছে।

গত নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। প্রাথমিক শুনানির পর গত জানুয়ারিতে এই আদালত রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে চার দফা অর্ন্তব্রতি পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দেন। এ সময় আদালতে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত নথিপত্র জমা দেয় গাম্বিয়া। একই সংগে ওই মামলায় অভিযুক্ত মিয়ানমারকেও নথিপত্র জমা দিতে নির্দেশ দেয় আইসিজে।

আদালতের এসব পদক্ষেপকে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার পথে বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এদিকে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতেও (আইসিসি) একটি মামলা এগিয়ে চলছে।