শিক্ষার্থীদের কর্মদক্ষতা তৈরি করতে হবে শুধুমাত্র গ্র্যাজুয়েট করে দিলেই হবে না: রাজশাহীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

যোগাযোগের দক্ষতা, সূক্ষ্মভাবে চিন্তাকরার দক্ষতা, সমাধান নিরুপণ করার দক্ষতা, নেতৃত্বের দক্ষতা তৈরি করতে হবে, শুধুমাত্র শিক্ষার্থীদের ডিগ্রি দিয়ে গ্র্যাজুয়েট করে দিলেই হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আজ মহানগরীর খড়খড়ি বাইপাসে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিক ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাবর্তন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওসমান গনি তালুকদার।

এছাড়া সমাবর্তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজ বেগম ও ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবর্তন সভাপতি ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদভুক্ত ১০টি বিভাগের ৪ হাজার গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের কৃতিত্বের স্বাক্ষর রাখায় দুজন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ ও নয়জন শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল’ প্রদান করেন।