সারাদেশের ন্যায় রাজশাহীতেও করোনা টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় রাজশাহীতেও করোনা টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে মহানগর ও জেলার ৯টি উপজেলায় এ চতুর্থ ডোজ দেয়া হচ্ছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। এবার চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। মহানগরীর ০৪ টি স্থায়ী কেন্দ্রে এবং জেলার ৯ টি উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে চতুর্থ ডোজ প্রদান করা হচ্ছে। তবে চতুর্থ ডোজ করোনা টিকার বিষয়ে না জানার কারণে টিকাদান কেন্দ্রে টিকা গ্রহিতাদের উপস্থিতি অনেক কম রয়েছে।

রাজশাহী বিভাগীয় পুলিশ লাইন হাসপাতাল কেন্দ্রে চতুর্থ ডোজের টিকা প্রথম গ্রহন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এ টিকা পাবেন।

তৃতীয় ডোজ নেওয়ার চার মাস পর নেওয়া যাবে চতুর্থ ডোজ। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি যারা ইতোমধ্যে তৃতীয় ডোজ নিয়েছেন, তাদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।