১০ বছরের মধ্যে রাজশাহীতে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড: ২৪৫ দশমিক ৮ মিলিমিটার

শেয়ার করুন

 

রাজশাহীতে এক দিনের বৃষ্টিপাতে ১০ বছরের রেকর্ড ছাড়িয়েছে। গতকাল বুধবার বেলা ১টা থেকে বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে মহাগরীর রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন অঞ্চলের অনেক বাড়ি-ঘরে পানি ঢুকে পড়েছে।

মহানগরীর লক্ষীপুর, সিএন্ডবি, বর্ণালী, হেতেমখাঁ, উপশহর, ভদ্রাসহ মূল শহরের বাইরের নিম্ন এলাকাগুলোয়ও পানি জমে গেছে। তবে বিকেল ৪টার পর বৃষ্টি কম হওয়ার ফলে মহানগরীর পানি কমতে শুরু করেছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ২৪ সেপ্টেম্বর এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত ৪৩ মিলিমিটার রেকর্ড করা হয়। তার আগে গত ৩ সেপ্টেম্বর ৩০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

গত এক দশকে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনাগুলো হলো ২০২১ সালের ২১ জুলাই ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১১১ দশমিক ৬ মিলিমিটার, ২০১৭ সালের ১৩ জুলাই ২৪ ঘণ্টায় ১০৭ দশমিক মিলিমিটার, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর ৯৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।