২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রাজশাহীতে স্মরণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের  ভিডিও লিংকেঃ                 

বিভাগীয় মহানগরী রাজশাহীতে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী পালন করছে মহানগর আওয়ামী লীগ।

আজ সোমবার বেলা ১১টায় মহানগরীর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত বেদিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন গ্রেনেড হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শফিকুর রহমান বাদশাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লিটন বলেন, শেখ হাসিনাসহ পুরো আওয়ামী লীগকে পুরোপুরি নি:চিহৃ করার অপচেষ্ট ছিলো। যার নেতৃত্বে সরাসরি জড়িত ছিলো বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। বেগম খালেদা জিয়া দেশে কারা ভোগ করছেন। তারেক রহমান বিদেশে পলাতক। আমরা যত দ্রুত পারি মূল অপরাধি তারেক রহমানকে দেশে এনে তার যে শাস্তি তা নিশ্চিত করা হবে।