বিভাগীয় মহানগরী রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে মহানগরীর কোর্ট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লা।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কুতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

একই সময়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন বিএনপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে মহানগরীর ভূবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠন ও ছাত্র সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ সময় ভাষী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।