রাজশাহীর গোদাগাড়ীতে ৪০ লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ৪০ লক্ষ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোদাগাড়ী উপজেলার জামাদান্নী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এসময় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থানার বড়গাছি গ্রামের শাহজাহান আলীর ছেলে ওলিউল্লাহ ওরফে মুরশালিনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়ামতে মোটর সাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ০৪টি স্বচ্ছ পলিপ্যাকে প্যাকেটজাত ৪০০ (চারশত) গ্রাম বাদামী রংয়ের হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০,০০০০০/- (চল্লিশ লক্ষ টাকা)। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে এবং সে উদ্দেশ্যে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য সেখানে অবস্থান করছিল।
আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।