একদিনে রাজশাহীতে করোনায় সনাক্ত শতকরা ১৩.৩৬ ভাগ ॥ আক্রান্ত ও উপসর্গ মৃত্যু ২

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মহানগর ও জেলায় ৩৭৪ টি করোনার নমুনা পরীক্ষা করে ৫০ জন সনাক্ত হয়েছে। যা শতকরা ১৩.৩৬ ভাগ। এর আগে গত পরশু ছিল ১৩.০৪ ভাগ। যা একদিনের ব্যবধানে কিছুটা সনাক্ত বেড়েছে ০.৩২ ভাগ।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গে নিয়ে ০২ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ০২ জন মৃত্যু বরণ করেন।

মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত রাজশাহীর একজন ও উপসর্গ নিয়ে নাটোরের একজন বাসিন্দা মৃত্যু বরণ করেন। মৃত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন ০৩ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৯ জন রোগী ভর্তি রয়েছেন।

আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১৪৬ টি।