রাজশাহীর আমবাগানে বাণিজ্যিক ভাবে ফুল চাষ করে তাক লাগিয়েছেন পলাশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নবরুপ টিভির ইউটিউব চ্যানেলে

রাজশাহীর একটি বাগানে সারি সারি আমগাছের মধ্যে শোভা পাচ্ছে বাহারি ফুলের গাছ আর টব। বাগানে রয়েছে দেশী বিদেশি নানা জাতের ফুল। রয়েছে টিউলিপ, পিটুনিয়া, ইনকা গাঁদা, হাইব্রিড নয়নতারা, গেজিনিয়া, ভারবিনা, গ্লাডিওলাস, সালভিয়া, মেলোসিয়া, ড্রপ চন্দ্রমল্লিকা, পেনজিসহ ১৬ জাতের ফুল। বাণিজ্যিকভাবে আম বাগানে ফুল চাষ করে নিজের ভাগ্যে পরিবর্তন করেছেন রাজশাহীর গোদাগাড়ীর যুবক হাসান আল সাদী পলাশ।

দেখুন শামসুল হুদার ক্যামেরায় হাসনাত হাকিমের প্রতিবেদনে….