রাজশাহীর তানোরে টেকসই পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও জনসংগঠন ব্যবস্থপনা কমিটি গঠন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

রাজশাহীর তানোর উপজেলায় টেকসই পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা হলরুমে ডাসকো ফাউন্ডেশনের ‘পাবলিক হেলথ ইমপ্রুভমেন্ট প্রকল্প’র উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মা ও শিশু উন্নয়নে এই প্রকল্প কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এদিকে, বরেন্দ্র অঞ্চলের শিক্ষা সংস্কৃতি, বৈচিত্র্য সুরক্ষাসহ স্থানীয় পরিবেশ উন্নয়নে গড়ে উঠা জনসংগঠন সমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র জনসংগঠন ব্যবস্থাপনা কমিটির পূণর্গঠন করা হয়েছে।
সভায় ৯ সদস্য বিশিষ্ট কমিটি এক বছর মেয়াদী কমিটি করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন জাতীয় কৃষি পদক প্রাপ্ত ও ধান গবেষক কৃষক নুর মোহাম্মদ ও তানোর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী হেরিটেজের প্রতিষ্ঠাতা, নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী।