রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

বিভাগীয় মহানগরী রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যদায় বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে।
দিবসের প্রথম প্রহরে বারোটা ১মিনিটে মহানগরীর শহীদ মিনারগুলোতে স্বাধীনতার বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনসহ রাজশাহীর সর্বস্তরের মানুষ।
এদিকে, সূর্যদয়ের সাথে সাথে মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাজশাহী কলেজ শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি মহানগরীর প্রধান প্রধান সড়ক ও সড়ক মোড় সমূহ প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
এছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে স্বাধীনতার মহানস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা উপস্থিত ছিলেন।
এদিকে মহানগরীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।