রাজশাহীতে স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে ইউনিয়ন পর্যায়ে ১৫ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচির এবং নগরী ও পৌর এলাকায় ৩০ টাকা কেজি দরে ওএমএস কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে খাদ্য বান্ধব এবং নওহাটা পৌরসভায় ওএমএস কর্মসূচির চাল বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর সালমা মমতাজ।

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর সালমা মমতাজ জানান, বিশ^ সংকটকে কাজে লাগিয়ে কিছু স্বার্থন্বেষী মহল প্রচার করছে দেশে খাদ্যের মজুত নেই। দেশে ১৯ লাখ মেট্রিক টন চাল ও আটা মজুত রয়েছে। দেশে খাদ্য মজুতের কোনো ঘাটতি নেই।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রাজশাহী জেলায় ৮১ হাজার ৪০০ জন সহ বিভাগের আট জেলায় ৭ লাখ ৭৬ হাজার মানুষকে আগামি তিন মাস চাল দেয়া হবে। এতে বাজারে চালের দাম কমে আসবে জানিয়ে ক্রেতারা জানান, কম দামে চাল পেয়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে তারা বেশ উপকৃত হয়েছে।