গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে ভর্তি ১২, চিকিৎসাধীন ৪০

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তে হয়ে ৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ০৬ জন রোগী। ভর্তি যে সকল রোগী রয়েছেন তারা রাজশাহী জেলার বাইরে থেকে এসে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন রোগী। তাদের হাসপাতালের ১৩, ১৪, ১৫, ১৭, ৪২ ও ৪৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে রাজশাহীতে স্থানীয় ভাবে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোন রোগী ভর্তি হয়নি।