আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না, রাজশাহীতে শাজাহান খান

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না, সকল সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে ।

তিনি আজ সোমবার (৫ ডিসেম্বর) সকালে রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভায় এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি আন্দোলনের নামে সড়কে আগুন দিয়ে পরিবহন ও শ্রমিকদের পুড়িয়ে মেরেছে। তারা চেয়েছিল শ্রমিকদের রক্ত দিয়ে ক্ষমতায় যাবার সিঁড়ি তৈরি করতে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। এ ছাড়া সভায় রাজশাহীর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এ সময় পরিবহন শ্রমিকরা দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন। শ্রমিকরা বলেন, আমাদের ন্যায্য অধিকার ও চাঁদার অর্থসহ সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এসব নিয়ে শ্রমিকদের মধ্যে চলে দফায় দফায় হট্টগোল।

পরে শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান শ্রমিকদের শান্ত করেন।