রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহোৎসব শুভ বড়দিন।

দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এছাড়া সিটি চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে আজ যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হচ্ছে। বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও এখন উৎসবমুখর হয়ে উঠেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারা বড়দিন উৎসব পালন করছেন।

দিন ব্যাপী সার্বজনীন প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বড়দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠত হচ্ছে। দিনটি উদযাপনের লক্ষ্যে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।