সারাদেশের মতো রাজশাহীতে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সারাদেশের মতো রাজশাহীতেও বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই তুলে দেয়া হয়েছে। গত ১১ বছর ধরে নতুন বছরে, নতুন ছাপা হওয়া, নতুন বইয়ের গন্ধ নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করে আসছে শিশুরা।

রোববার বেলা ১১টায় মহানগরীর অগ্রণী স্কুল এন্ড কলেজে বেলুন ও পায়রা উড়িয়ে এ বই উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এনএম মাইনুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী, রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক উপস্থিত ছিলেন ।

রাজশাহী জেলা শিক্ষা অফিস সুত্রে, রাজশাহী জেলায় প্রাথমিক পর্যায়ে স্কুলগুলোতে ১৩ লাখ ১৭ হাজার বইয়ের চাহিদার বিপরীতে শনিবার দুপুর পর্যন্ত বই পৌছেছে ৯ লাখ সাড়ে ৬৮ হাজার। বই প্রাপ্তির হার ৭৩.৫৩ শতাংশ। মাধ্যমিকের ৪৫ লাখ চাহিদার বিপরীতে পাওয়া গেছে ২০ লাখ ৫২ হাজার। বই প্রাপ্তির হার শতকরায় ৪৫.৬১ শতাংশ। রাজশাহী জেলায় মাধ্যমিক পর্যায়ে ১২৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রায় ৩ লাখ ২৩ হাজার। প্রাথমিক ও প্রাক-প্রাথমিকে ২৬৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রায় ৬ লাখ ২৮ হাজার।