রোহিঙ্গারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‌্যাব মহাপরিচালক

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তবে তা প্রতিহত করতে কাজ করছে র‌্যাব।

সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায় ও দূঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

র‌্যাব প্রধান বলেন, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিরোধ করা হবে। জঙ্গি সংগঠনগুলো এখন কুরআন ও হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে এবং সোশ্যাল মিডিয়া দিয়ে উঠতি বয়সী তরুণদের মগজ ধোলায় করছে।

এর আগে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন এক হাজার নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মোঃ কামরুল হাসান এবং র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ারসহ র‌্যাব-৫ রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।