রাজশাহী মেডিকেলে ৭০ শতাংশ রোগী রাজশাহীর বাহিরে থেকে আক্রান্ত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি ৭০ শতাংশ রোগী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আজ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডাঃ মো. তানজিলুল বারী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ৩০, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও নতুন করে ডেঙ্গুর জন্য ২৫ নম্বর ওয়ার্ড তৈরি করা হয়েছে।

গত ১৫ই জুন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি শুরু হয়। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ২৩৮ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮০ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় গত ০৮ জুলাই একজন রোগীর মৃত্যু হয়েছে।

এছাড়াও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর এনএস-১ অ্যান্টিজেন টেস্ট ফ্রি করা হয়েছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আই সি ইউসহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে।