বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে রুয়েটে’র সিএসই বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও পূর্ণ মেয়াদে ভিসি নিয়োগের দাবিতে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে রুয়েটের প্রধান ফটকের সামনে বিভাগীয় প্রধান না থাকায় পরীক্ষা গ্রহণ ও সংশ্লিষ্ঠ একাডেমিক জটিলতা নিরসনে দ্রুততম সময়ে বিভাগীয় প্রধান, দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও পূর্ণ মেয়াদের ভিসি নিয়োগের দাবিতে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি জানিয়ে বলেন, গত ১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে পুরো কৌশল অনুসদের ডিন অধ্যাপক ডক্টর মোঃ নিয়ামুল বারী স্যারকে তার প্রেরিত একটি চিঠির প্রেক্ষিতে একাডেমিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোন প্রশাসনিক কাজের দায়িত্ব দেওয়া হয়নি যেহেতু বর্তমানে প্রশাসনের কোন কাজের এখতিয়ার না থাকায় তিনি আমাদের হেডস্যার নিয়োগ দিতে পারবেন না। তাই এমতঅবস্থায় অতি দ্রুত পূর্ণ মেয়াদে ভিসি নিয়োগের তীব্র দাবি জানান শিক্ষার্থীরা।