রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব বেতার দিবস পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

“শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার” এই প্রতিপাদ্যে বিভাগীয় মহানগরী রাজশাহীতে বিশ্ব বেতার দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বেলা ১১টায় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বেতার কেন্দ্রে এসে শেষ হয়। পরে বেতার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক হাসান আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রশীদুল হাসান, রাজশাহী বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক উম্মে কুলসুম, আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীনসহ রাজশাহী বেতারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কলা-কৌশলী, শিল্পী এবং শ্রোতারা উপস্থিত ছিলেন।