২ টি ওয়ান শুটার গান ও ১৪২ বোতল ফেন্সিডিলসহ ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে ১টি ওয়ান শুটারগান ও ১৪২ বোতল ফেন্সিডিলসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ রাশিকুল ইসলাম।

র‌্যাব জানায়, আটককৃত আসামী একজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রাজমিস্ত্রী। সে তার পেশার আাড়ালে অবৈধ আগ্নেয়াস্ত্র, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী এলাকা থেকে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করতো।

এর প্রেক্ষিতে র‌্যাব-৫ এর একটি দল শনিবার ভোররাতে আটককৃত আসামী রাশিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটারগান, ০২টি হাসুয়া ও ১৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।