রাজশাহীতে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় উৎসব শুরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দূর্গাপূজা। আর রাজশাহীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এ ধর্মীয় উৎসব।
আজ সকালে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা।
ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামন্ডপ। তবে করোনাভাইরাস মহামারির কারণে পূজামন্ডপের আয়োজন এবার অনেকটাই সীমাবদ্ধ থাকছে। এবার হচ্ছে না মেলা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা আরতির পর মন্ডপে দর্শনার্থী প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পূজা উদযাপন পরিষদ। পূজায় মায়ের কাছে প্রার্থনা থাকবে তিনি যেন পুরো পৃথিবীর মানুষকে সকল অমঙ্গল থেকে রক্ষা করেন।
গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহালয়ার মধ্য দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল দেবীপক্ষকে। ২৬ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্ত হবে এই মহাউৎসবের।
হিন্দুধমীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্ট্রি তপন কুমার সেন জানান, রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে ৪শ’ ০২টি পূজামন্ডপ। এর মধ্যে জেলায় ৯টি উপজেলায় ৩৩৩টি ও মহানগরীতে ৬৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।