রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে এর অনুষ্ঠানে যা বললেন পুলিশ কমিশনার সিদ্দিক

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

পুলিশ জনতা জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে বিভাগীয় মহানগরীর রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

আজ শনিবার সকালে রাজশাহী কলেজে চত্বরে মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় সংসদ সদস্য আদীবা আনজুম মিতা, জেলা আওয়ামীলীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন ।

পরে আরএমপির আয়োজনে রাজশাহী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

সভায় বক্তাগণ বলেন, দেশকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক মুক্ত রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম অত্যন্ত গুরুত্ব বহন করে। জনতাই পুলিশ, পুলিশই জনতা এই শ্লোগানকে বাস্তব রূপ দিতে সকলকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।