আজ মহানবমী : রাজশাহীতে ভক্তদের দেবীর কাছে দেশ, জাতির মঙ্গল কামনা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী।
রাজশাহীতে মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে দুর্গা পুজিত হচ্ছেন। ধর্মের গ্লানি ও অধর্ম রোধ, সাধুদের রক্ষা, অসুর বধ ও ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রতি বছর দুর্গতি নাশিনী দেবী দুর্গা ভক্তদের মধ্যে আবির্ভূত হন। একটি মাত্র রাত পর মা দুর্গা আবার ফিরে যাবেন।

রাজশাহী মহানগরীতে বেলা ১১টার পর পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেয়া শুরু করেন। দুপুরে অঞ্জলি দেয়া শেষে প্রসাদ বিতরণ করা হয়। ১০৮টি নীলপদ্ম, অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে সব পূজামন্ডপে নবমী বিহিত পূজা সম্পন্ন হবে। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহূতি দেয়া হয়। ১০৮টি বেলপাতা, আমকাঠ ও ঘি দিয়ে এ যজ্ঞ সম্পন্ন করা হচ্ছে।

এবার, রাজশাহী জেলায় হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে ৪শ’ ০২টি পূজামন্ডপ।
উল্লেখ্য, সনাতন ধর্ম মতে, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়। মহানবমীতে ভক্তরা মায়ের কাছে দেশ, জাতি ও বিশ্বের সব জীবের মঙ্গল কামনায় আশীর্বাদ চাইবেন।