করোনায় দ্বিতীয় দফায় প্রায় এক মাস ১০দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধের পর রাজশাহীতে শ্রেণিকক্ষে পাঠদান

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনায় দ্বিতীয় দফায় প্রায় এক মাস ১০ দিন বন্ধ থাকার পরে রাজশাহীর মহানগর ও জেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর শ্রেণিকক্ষে পাঠদানে ফিরলো।

আজ বুধবার সকালে মহানগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগরীর প্রায় ৬০টি প্রাথমিক বিদ্যালয়সহ জেলায় এক হাজার ৫৮টি বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত দুই সিফটে ক্লাশ শুরু হয়েছে।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম সিফট আর দুপুর সোয়া ১২টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত দ্বিতীয় সিফট চলছে।

সবমিলে মহানগর ও জেলায় প্রায় দুই লাখ ৬০ হাজার প্রাথমিকের শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা মাস্ক পরে বিদ্যালয়ে প্রবেশ করছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় ৬০ থেকে ৭০ ভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।