চামড়া শিল্প নগরী গড়ে তুলে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: রাজশাহীতে শিল্পমন্ত্রী

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, রাজশাহীতে চামড়া শিল্প নগরী করতে চাচ্ছি, কারন চামড়া আমাদের নিজস্ব সম্পদ, কোন কাঁচামাল বাইরে থেকে আনতে হবে না, এজন্য চামড়া এখানে প্রস্তুত করে বিদেশে পাঠানোসহ এশিল্পের সাথে জড়িত জুতা এবং ব্যাগের শিল্প গড়ে তুলার পরিকল্পনা রয়েছে।

তিনি আজ দুপুরে রাজশাহী সার্কিট হাউসে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী আরও বলেন, পদ্মা নদী ড্রেজিং করে তার নাব্যতা ফিরিয়ে অনে ভারতের সাথে নৌ-রুটে বানিজ্য স্থাপনের বিষয়সহ স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে উন্নয়নের জন্য কাজ করবে এসরকার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান (গ্রেড-১) মুহ. মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিলসহ স্থানীয় ব্যবসায়ি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।