চারঘাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্য সামনে নিয়ে রাজশাহীর চারঘাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।

আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, দিবসটি উপলক্ষে সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে চারঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে মাহে রমজান মাসের আগেই দোকানে দ্রব্যমূল্যে তালিকা ও সয়াবিন তেলের মুল্যে বৃদ্ধির অপরাধে ৩টি দোকানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিট্রেট সৈয়দা সামিরা।

পরে দুপুরে দিবসটির গুরুত্ব তুলে ধরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, জনস্বাস্থ্য প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা ও উপজেলা তথ্য কেন্দ্র ফাতেমা খাতুনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।