দুটি আসনের উপ-নির্বাচন প্রত্যাখ্যান করে রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুননির্বাচনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি।

আজ দুপুরে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে মহানগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদসহ বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দুইটি উপ-নির্বাচনে বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করেছে সরকার দলের সমর্থকরা। নির্বাচন কমিশন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে ভোট ডাকাতি করেছে বলেও অভিযোগ করেছে বিএনপি’র নেতাকর্মীরা।