নানা আয়োজনে বিভাগীয় মহানগরী রাজশাহীতে বসন্ত বরণ উৎসব পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

নানা আয়োজনের মধ্যে দিয়ে বিভাগীয় মহানগরী রাজশাহীতে পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব। আজ সকাল ১০টার দিকে রাজশাহী কলেজ থেকে বসন্ত বরণ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে মহানগরীর মনিচত্বর, সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র‌্যালীতে শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় র‌্যালীতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।

র‌্যালী শেষে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব পালন করছেন। এ উপলক্ষে শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্নিল সাজে শিক্ষার্থীরা এসব আয়োজনে অংশ নেয়। নেচে-গেয়ে তারা ঋতুরাজকে স্বাগত জানায়। দিনটি উপলক্ষে সকাল থেকে তারুণ্যের ঢল নামে মহানগরীর বড়কুঠি পদ্মাপাড়ে, টি-বাঁধ ও কেন্দ্রীয় উদ্যানে।