নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার আর বাস্তবায়ন হয় না: রাজশাহীতে ড. বদিউল আলম মজুমদার

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

সুজন-সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী ইশতেহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি লিখিত চুক্তি। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রকাশ করে।

যার ভিত্তিতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে। রাজনৈতিক দল সরকার গঠনের পর যা বাস্তবায়ন করবে। তাই ইশতেহার হলো সরকারের সাথে জনগণের চুক্তি। এটি জনগণের কাছে দেয়া অঙ্গীকার।

অথচ নির্বাচিত হবার পর তারা সেটা ভুলে যায়। অঙ্গীকার আর বাস্তবায়ন হয় না বলে মন্তব্য করেন তিনি। রাজশাহীতে জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা শীর্ষক সংলাপে এমন মন্তব্য করেন।

সিপিডি-সেন্টার ফর পলিসি ডায়লগ এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর আয়োজনে আজ শনিবার রাজশাহীর মহানগরীর একটি রেঁস্তোরায় জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ)-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিপিডি’র গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

এসময় জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, বিএনপি’র সাবেক সংসদ সদস্য জাহান পান্না, সুজনের রাজশাহীর সভাপতি মোহাম্মদ পিয়ার বক্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমেদ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর রাজশাহী ইউনিট সমন্বয়কারী সামিনা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়াও সংলাপে রাজশাহী বিভাগের আট জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।