নেসকো কোম্পানীর বিল বিতরণকারী কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচী পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) কোম্পানীতে কর্মরত রাজশাহী ও রংপুর বিভাগের সকল অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীদের বিকল্প শূন্য পদে চাকুরী স্থায়ীকরণের দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

আজ রোববার সকালে মহানগরীর হেতেমখাঁ এলাকায় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে নেসকো’র প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদ খানসহ সংগঠণের নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় ৭’শ কর্মচারী অস্থায়ী ভিত্তিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তাই তাদের অবিলম্বে চাকুরী স্থায়ীকরণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।  পরে কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে পিচরেট কর্মচারীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।